পিএনএস ডেস্ক: সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ার পর গাজায় উদযাপনে নেমেছেন ফিলিস্তিনিরা। কয়েক মাস আলোচনা শেষে দুই পক্ষের এই চুক্তিতে পৌঁছানোর খবর সামনে এলো।
এই আলোচনায় কাতার ছিল প্রধান মধ্যস্থতাকারীদের মধ্যে একটি। বিবিসির গাজা প্রতিনিধি রুশদি আবু আলোফ বলেছেন, চুক্তিটি গাজার কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষের ঘরে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। হামাস প্রায় আড়াইশজনকে জিম্মি করে। এরপর ইসরায়েল গাজায় হামলা চালায়।
ইসরায়েল বলছে, হামাস এখনো ৯৪ জনকে জিম্মি করে রেখেছে। এর মধ্যে ৩৪ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আর যুদ্ধে ইসরায়েলের হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানায়। আহত হয়েছেন এক লাখ ১০ হাজার ২৬৫ জন।
যুদ্ধবিরতি চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর দক্ষিণ গাজার খান ইউনিসের রাস্তায় ফিলিস্তিনিদের উচ্ছ্বাসের ছবি গণমাধ্যমে এসেছে। মধ্য গাজার দেইর-আল বালাহতে ফিলিস্তিনিদের উদযাপনের খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে তেল আবিবে বিক্ষোভকারীরা জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করছেন।
যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের কাছে জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি রয়েছে এবং তারা শিগগিরই মুক্তি পাবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বলছে, চুক্তিতে এখনো কিছু অমীমাংসিত ধারা রয়েছে।
পিএনএস/রাশেদুল আলম
যুদ্ধবিরতির খবরে গাজায় ফিলিস্তিনিদের উচ্ছ্বাস
16-01-2025 01:34AM