পিএনএস ডেস্ক: গাজায় বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে সম্মত হয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। প্রাথমিকভাবে বৃহস্পতিবার নির্ধারিত গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে নেতানিয়াহুর মন্ত্রিসভার ভোট বিলম্ব করেন তিনি। তার অভিযোগ হচ্ছে, শেষ সময়ে চুক্তিতে পরিবর্তন আনার চেষ্টা করছে হামাস। শুক্রবার সকালে মন্ত্রিসভায় চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে নেতানিয়াহিুর কার্যালয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
কার্যালয় জানিয়েছে , শুক্রবার প্রথমে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করার নির্দেশ দেন নেতানিয়াহু। পরে জিম্মি চুক্তিটি অনুমোদনের জন্য সরকারি দপ্তরে পাঠানো হবে। এ বিষয়ে জিম্মিদের পরিবারকে বিস্তারিত জানানো হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দোহায় আনুষ্ঠানিক চুক্তির বৈঠকে স্বাক্ষর করেছেন ইসরাইল, হামাস, যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিরা।
বুধবার প্রথম যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, ইসরাইলি মন্ত্রিসভার অনুমোদন পেলেই রোববার থেকে চুক্তিটি কার্যকর হবে। যদিও তখন নেতানিয়াহুর তরফে জানানো হয় যে, তারা এখনও চুক্তির বিষয়ে কাজ করছেন। তবে যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি প্রচারের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। এরপর মন্ত্রিসভার ভোটের ক্ষেত্রে বিলম্ব করেন ইসরাইলের প্রধানমন্ত্রী। তার দাবি, শেষ সময়ে চুক্তি পরিবর্তনের চেষ্টা করছে হামাস। যদিও হামাস জানিয়েছে তারা চুক্তির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
কিন্তু বিবিসি জানতে পেরেছে যে, হামাস শেষ সময়ে চুক্তির অধীনে ইসরাইলি কারাগার থেকে মুক্ত হতে যাওয়া বন্দীদের তালিকায় তাদের কিছু সদস্যকে যুক্ত করার চেষ্টা করছে।
পিএনএস/আনোয়ার
গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে সম্মত নেতানিয়াহুর মন্ত্রিসভা
17-01-2025 01:00PM