শেষ সময়ে কয়েকজনকে ক্ষমা করে গেলেন বাইডেন

  20-01-2025 11:57PM

পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদকে বিদায় বলার আগ মুহূর্তেও ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে আগাম ক্ষমা করে গেলেন জো বাইডেন। এদের মধ্যে ড. অ্যান্থনি ফৌসি এবং জয়েন্ট চিফের সাবেক চেয়ারম্যান মার্ক মাইলি রয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, যেসব কর্মকর্তাকে ক্ষমা করা হয়েছে তারা হাউস সিলেক্ট কমিটিতে সাক্ষ্য দিয়েছেন এমন ব্যক্তি। একইসঙ্গে সদস্য এবং কর্মীরাও রয়েছেন এই ক্ষমার আওতায়। খবর বিবিসির।

২০২১ সালের ৬ জানুয়ারির যুক্তরাষ্ট্রের রাজধানীতে দাঙ্গা এবং ওই দিনের ঘটনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে তদন্ত করেছিলেন এই কমিটির কর্মকর্তারা।

কোভিড মহামারির সময়ে যুক্তরাষ্ট্রে তৎপর ছিলেন ড. ফৌসি। নিয়মিত তার সমালোচনা করেছিলেন ট্রাম্প এবং তার রাজনৈতিক মিত্ররা।

ট্রাম্পের একজন কট্টর সমালোচক হয়ে উঠেছেন মাইলি এবং তাকে ‘আপাদমস্তক ফ্যাসিবাদী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন, ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ মিত্র স্টিভ ব্যানন ‘তাকে জবাবদিহি করার’ প্রতিশ্রুতি দিয়েছেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের জাতিকে সম্মান ও মর্যাদার সঙ্গে সেবা করেছেন এই সরকারি কর্মচারীরা। তারা অন্যায় ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিচারের লক্ষ্যবস্তু হওয়া কাম্য নয়।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন