নারীদের খেলায় তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ বাতিল করে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

  06-02-2025 08:10PM

পিএনএস ডেস্ক: নারীদের খেলায় তৃতীয় লিঙ্গের অংশগ্রহণের বিরোধিতা করে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাহী আদেশ বাস্তবায়নে ইতিমধ্যেই স্কুলগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদি কোনো স্কুল এই নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তাদের ফেডারেল অনুদান বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৫ জানুয়ারি) স্বাক্ষরিত নির্বাহী ওই আদেশে বলা হয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলায় অংশ নেয়া মেয়েদের জন্য লকার কক্ষে তৃতীয় লিঙ্গের কাউকে ঢুকতে যদি অনুমতি দেয়া হয়, তাহলে তাদের ফেডারেল সরকারের তহবিল বন্ধ করে দেয়া হবে।

এই আদেশের আলোকে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোকে মার্কিন সরকারের পক্ষ থেকে ‘নারী ক্রীড়াবিদদের সর্বোত্তম নিরাপত্তা নীতি’ নিশ্চিত করার জন্য পদক্ষেপটি প্রচারের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও ফেডারেল সরকারের কাছ থেকে অর্থ সহায়তা গ্রহণকারী প্রতিটি স্কুলে নোটিশ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন