রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

  10-02-2025 11:24PM

পিএনএস ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে পবিত্র রমজান মাস। রমজান শেষে বিশ্বের মুসলমানরা উদযাপন করবে ঈদুল ফিতর, যা ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তাই এখন থেকেই শুরু হয়েছে ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে আগ্রহ।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, এ বছর ২৮ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যেতে পারে। যদি ওইদিন চাঁদ দেখা যায়, তাহলে ১ মার্চ থেকে রমজান মাস শুরু হবে। খবর টাইম আউট দুবাই

রমজানের মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর পালিত হবে রোববার (৩০ মার্চ)। তবে যদি রমজান ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে।

এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত সরকার সরকারি ছুটির ঘোষণা করেছে। দেশটির নিয়ম অনুযায়ী, রমজান ২৯ দিনে শেষ হলে তিনদিন এবং ৩০ দিনে শেষ হলে চারদিনের ছুটি দেওয়া হবে।

উল্লেখ্য, আরব আমিরাতে সরকারি ছুটির বিষয়টি ইসলামিক হিজরি ক্যালেন্ডারের ওপর নির্ভরশীল এবং চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত হালকা শীতের মধ্যেই রমজান মাস শুরু হবে। এটি প্রথমবারের মতো এ বছর থেকে হতে যাচ্ছে, যা মুসলমানদের জন্য স্বস্তিদায়ক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন