পিএনএস ডেস্ক: সরকারি মাধ্যমে ২০২৫ সালের হজযাত্রীদের হজ গাইড নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২০ নভেম্বর পর্যন্ত হজ পোর্টালের মাধ্যমে নিবন্ধন করা যাবে।
মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে।
পত্রে বলা হয়েছে, ২০২৫ সালের হজে সরকারি মাধ্যমের হজযাত্রীদের হজ গাইড হিসেবে নিয়োগের লক্ষ্যে আবেদনের সময় আগামী ২০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে আগ্রহী ব্যক্তিরা শুধু হজ পোর্টালে (www.hajj.gov.bd /hajjguide) লিংকে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন দাখিল বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
এসএস
হজ গাইড নিয়োগের আবেদনের সময় বাড়ল
15-10-2024 08:39PM