পিএনএস ডেস্ক: সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার শোয়াইবুর রহমান ও সজিব সরকার নামে দুই পুলিশ কনেস্টবলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খায়রুল ইসলাম তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে শোয়াইবুর রহমান ও সজিব সরকারের নামে মামলা করেন শাহজাহানপুর থানার এসআই অমিত হাসান মাহমুদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শোয়াইবুর রহমান জয় ও সজিব সরকার গত ৬ আগস্ট সকাল থেকে ১৫ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত বিভিন্ন সময় নিজেদের ফেসবুক আইডি এবং লিংকসমূহ ব্যবহার করে পরস্পর যোগসাজসে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা সৃষ্টির জন্য উসকানিমূলক বার্তা পোস্ট করেন।
পিএনএস/রাশেদুল আলম
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে অভিযোগে দুই পুলিশ সদস্য রিমান্ডে
16-09-2024 10:23PM