যাত্রাবাড়ী থানার সাবেক ওসি টেকনাফে গ্রেপ্তার

  17-09-2024 10:39AM


পিএনএস ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজছাত্র হত্যা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকালে কক্সবাজারের টেকনাফ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কক্সবাজারের জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমত জানান, টেকনাফ থেকে সোমবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলা পুলিশ হেফাজতে রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাজারবাগ পুলিশ লাইন্সের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম। তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এরপর গত ২০আগস্ট তাইমের মা পারভীন আক্তার বাদী হয়ে আবুল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পিএনএস /আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন