পিএনএস ডেস্ক: প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা জোরদার এবং অগ্নি প্রতিরোধ সুরক্ষা বাড়াতে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক বরাবর পৃথক চিঠি পাঠানো হয়।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতি ভবন, বিচারপতিদের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বার অ্যাসোসিয়েশন ভবন এলাকার নিরাপত্তা ও সুরক্ষার জন্য এ চিঠি পাঠানো হয়েছে।
পুলিশ বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং উভয় বিভাগের বিচারপতি সুপ্রিম কোর্টে বিচারকার্য পরিচালনা করে থাকেন। এ ছাড়া দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথিসহ কয়েক লাখ মামলার নথি এ কোর্টে রক্ষিত।
আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে বিচারিক সেবা দেওয়া এবং বিভিন্ন মামলার নথি সংরক্ষণের নিশ্চয়তা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতি ভবন, বিচারপতিদের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা অতীব জরুরি।
এ পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তা জোরদার করতে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে চিঠিতে। ফায়ার সার্ভিসের মহাপরিচালককে পাঠানো চিঠিতে বলা হয়, বিচার সংশ্লিষ্ট এলাকায় অগ্নি প্রতিরোধ সুরক্ষা বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ দেওয়া অতীব জরুরি।
এ অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় অগ্নি প্রতিরোধ সুরক্ষা বাড়ানো এবং কর্মকর্তা-কর্মচারীদের অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠি দুটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।
পিএনএস/রাশেদুল আলম
নিরাপত্তা জোরদার করতে সুপ্রিম কোর্ট প্রশাসনের চিঠি
27-12-2024 09:53AM