পিএনএস ডেস্ক: জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার দেশটির সংসদ ভেঙে দিয়েছেন। চ্যান্সেলর ওলাফ শলৎসের সরকারের পতনের প্রেক্ষিতে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি তিনি আগাম নির্বাচনের নির্দেশ দিয়েছেন। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত শলৎস তত্ত্বাবধায়ক চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বার্লিনের বেলভিউ প্রাসাদে দেয়া এক বক্তব্যে স্টাইনমায়ার বলেন, দেশের জন্য “কার্যক্ষম সরকার” এবং “সংসদে নির্ভরযোগ্য সংখ্যাগরিষ্ঠতা” প্রয়োজন। বিশেষ করে কঠিন সময়ে স্থিতিশীলতা বজায় রাখতে।
ন্যায্য ও স্বচ্ছ উপায়ে প্রচারাভিযান পরিচালনার আশাবাদ ব্যক্ত করে তিনি বিদেশী প্রভাব ও ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মের বিপদ সম্পর্কে সতর্ক করেন।
প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার জানান, এই নির্বাচনী প্রচারণায় ঘৃণা ও সহিংসতার কোনো স্থান থাকবে না। তিনি রাজনৈতিক দল ও ভোটারদের অর্থনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ এবং সেইসাথে অভিবাসন ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্কের কারণে পরবর্তী সরকার যে চ্যালেঞ্জেগুলোর মুখোমুখি হবে তা স্মরণ করিয়ে দেন।
মূলত অর্থনৈতিক সংস্কার নিয়ে জোট সরকারের অংশীদার তিন দলের মধ্যে মতানৈক্য দেখা দেয়। তার জেরে গত মাসেই জোট সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন চ্যান্সেলর ওলাফ শলৎস। সেই সঙ্গে ১৬ ডিসেম্বর আস্থা ভোটের ডাক দেন।
পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে অংশ নেন ৭১৭ জন আইনপ্রণেতা। এর মধ্যে বিপক্ষে ভোট পড়ে ৩৯৪টি। পক্ষে ভোট দেন ২০৭ জন। ভোটদানে বিরত ছিলেন ১১৬ জন।
পিএনএস/রাশেদুল আলম
সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা দিলেন জার্মানির প্রেসিডেন্ট
28-12-2024 01:16AM