পিএনএস ডেস্ক: সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী হোসনে আরা বেগমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
এর আগে, এদিন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন নিষেধাজ্ঞাম চেয়ে আদালতে আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর রুহুল ইসলাম খান শুনানি করেন।
আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
পিএনএস/আনোয়ার
স্ত্রীসহ সাবেক মন্ত্রী নুরুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
13-02-2025 03:41PM
![](/static/image/upload/news/2025/02/13/44bc9638c009932db25ba73ebff98a03_08.jpg?w=550&h=350)