পিএনএস ডেস্ক: 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ কৌতুক অভিনেতা রণবীর আল্লাবাদিয়ার বিতর্কিত মন্তব্য ঘিরে থামছে না শোরগোল। ভারতীয় সংস্কৃতি ও পারিবারিক মূল্যবোধের অবমাননার অভিযোগে একাধিক রাজ্যে সেই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। নেটিজেনরা তো বটেই, এবার সেলিব্রিটিরাও তার মন্তব্যের তীব্র সমালোচনা করছেন।
সেই বিতর্কে নাম না করে প্রতিক্রিয়া জানিয়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। সাধারণত কোনও বিতর্কে মন্তব্য করতে দেখা যায় না রহমানকে। কিন্তু এবার যখন তিনি রণবীরের নাম না নিয়েও এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, তখন দর্শকরা হতবাক হয়ে যান। ইঙ্গিত দেওয়ার আগে রহমানের বক্তব্য ছিল, 'আমার মনে হয়, আমরা গত সপ্তাহেই দেখেছি যে মুখ খুললে কী হতে পারে! সেই সঙ্গে বেশি কথা বললে যে কী হয়, তা তো বোঝা গেছে।'
বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবও এই বিতর্কে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, 'এমন ভিডিও দেখা সত্যিই লজ্জাজনক। আমাদের দেশ সংস্কৃতির দেশ। এ ধরনের কনটেন্ট দেখে লজ্জা লাগে।'
তিনি আরও বলেন, 'তরুণ প্রজন্মের মধ্যে ‘সস্তায় জনপ্রিয়তা’ পাওয়ার প্রবণতা বেড়ে গেছে, যা শিল্পের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। লোক হাসানোর জন্য এসব কথা বলার প্রয়োজন পড়ে না। অনেক ভালো কথা বলেও মানুষকে হাসানো সম্ভব। আসলে এখনকার প্রজন্ম কমেডির আসল মানেটাই ভুলে গেছে।'
রণবীরকে নিয়ে বিতর্কের আঁচ পড়েছে ভারতের ক্রীড়া অঙ্গনের তারকাদের মাঝেও। জনপ্রিয় রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রী থেকে বহু ক্রিকেটতারকা আসতেন রণবীরের অনুষ্ঠানে। তবে রণবীরেরও ইচ্ছা ছিল কখনও বিরাট কোহলির সঙ্গে পডকাস্ট করবেন। কিন্তু তার আগেই রণবীরকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। সেই ইউটিউবারকে সামাজিক মাধ্যমে অনুসরণও করতেন বিরাট। কিন্তু এ বার রণবীরকে ‘আনফলো’ করে দিলেন এই ক্রিকেট তারকা।
বিতর্কিত মন্তব্যের জেরে রণবীরের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলাও। ইতোমধ্যে প্রায় ২০ লাখ অনুসারী হারিয়েছেন তিনি। তবে সকলের কাছে ক্ষমাও চেয়েছেন সেই ইউটিউবার।
এসএস
রণবীরের বিতর্কিত মন্তব্যে তারকাদের কটাক্ষের ঝড়
13-02-2025 06:57PM
![](/static/image/upload/news/2025/02/13/2d681325ed0057433c7ceb9c5e4f1187_11.jpg?w=550&h=350)