এস আলম ও ব্যাংক কর্মকর্তাসহ ৩০ জনকে দুদকে তলব

  24-02-2025 12:14AM

পিএনএস ডেস্ক: সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার ভাই শহীদুল আলম এবং ইসলামী ব্যাংকের ২৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, ১৭ ফেব্রুয়ারি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলমসহ ইসলামী ব্যাংকের ১২ শীর্ষ কর্মকর্তাকে তলব করেছিল সংস্থাটি।

এবারের চিঠিতে এস আলমের সঙ্গে তার ভাই এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলমকেও তলব করা হয়েছে যাদের আগামী ৫ মার্চ দুদকে হাজির হতে বলা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুদকের উপপরিচালক আবু সাঈদ সই করা চিঠিতে এস আলম সুপার এডিবল ওয়েল লিমিটেডের অনুকূলে ৮৫০ কোটি টাকা ঋণ বা বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং টিআইএনসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

৬, ৯ ও ১০ মার্চ ইসলামী ব্যাংকের বিভিন্ন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ৬ মার্চ তলব করা হয়েছে মোহাম্মদ কাইসার আলী, মাহমুদ হোসেন খান, মো. মিজানুর রহমানসহ আরও কয়েকজনকে। ৯ মার্চ, সাবেক সদস্য আবু রেজা মো. ইয়াহিয়া, মো. শফিকুর রহমান, মো. নাজিবুর রহমানসহ কয়েকজনকে তলব করা হয়েছে। ১০ মার্চ, সাবেক সদস্য মো. হাবিবুর রহমান ভূঁইয়া, মো. মাহবুব-উল-আলমসহ আরও কিছু কর্মকর্তাকে তলব করা হয়েছে।

এছাড়া ১১ মার্চ ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ইতোমধ্যে তিনটি মামলা দায়ের হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, ১৯ ডিসেম্বর চট্টগ্রামের চাকতাই শাখা থেকে ১ হাজার ৯২ কোটি টাকা লুটপাট, ৯ জানুয়ারি চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে প্রায় ১ হাজার ১১৪ কোটি টাকা আত্মসাত, এবং ২৮ জানুয়ারি ৮২৭ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা করা হয়েছে।

এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত শুরু হয় ২১ আগস্ট, ২০১৭ সালে। এই সময়ে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়, এবং এর পরপরই ব্যাংকটির ঋণ জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন