পিএনএস ডেস্ক: জলরঙে আঁকা টমাস টেলরের একটি চিত্রকর্ম নিলামে ১০ মিনিটব্যাপী চরম প্রতিদ্বন্দ্বিতার পর রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। বিখ্যাত কাল্পনিক সিরিজ হ্যারি পটারের প্রথম উপন্যাস দ্য ফিলোসফার্স স্টোন-এর প্রথম সংস্করণের প্রচ্ছদ ছিল এটি।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, প্রচ্ছদটি রেকর্ড ১৯ লাখ ডলারে বিক্রি হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় ২২ কোটি ৫৬ লাখ টাকার বেশি। স্থানীয় সময় বুধবার (২৬ জুন) নিউইয়র্কের সোদেবাই অকশন হাউজে এই নিলামের আয়োজন করা হয়।
ট্রাম্প-বাইডেনের বিতর্ক নির্বাচনে কতটা প্রভাব ফেলবে?ট্রাম্প-বাইডেনের বিতর্ক নির্বাচনে কতটা প্রভাব ফেলবে?
শিশুতোষ উপন্যাস লেখক টেলর ২৩ বছর বয়সে হ্যারি পটারের সঙ্গে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে প্রচ্ছদ আঁকার কাজটি পান। ব্লুমসবারিতে প্রকাশক ব্যারি কানিংহাম উপন্যাসটির একটি কাল্পনিক চরিত্র আঁকতে বলার পর টেলর দুই দিন সময় নিয়েছিলেন।
বিখ্যাত এই প্রচ্ছদটি আঁকার সময় কোল্ড-প্রেসড ওয়াটারকালার পেপারের ওপর ঘন জলরং ব্যবহার করেছিলেন টেলর। পরে কালো কারিশমা পেন্সিল দিয়ে চিত্রকর্মটি আঁকেন তিনি।
এমএইউ
এক উপন্যাসের প্রচ্ছদের দাম ২২ কোটি ৫৬ লাখ টাকা
28-06-2024 02:46AM
