আরব আমিরাত উপকূলে এমভি আবদুল্লাহ

  21-04-2024 12:54AM

পিএনএস ডেস্ক : সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের উপকূলে প্রবেশ করেছে বাংলাদেশি ২৩ নাবিক নিয়ে। জাহাজটি বর্তমানে ফুজাইরা উপকূল অতিক্রম করছে। যে গতিতে চলছে, তাতে জাহাজটি হরমুজ প্রণালি হয়ে আগামীকাল রোববার আমিরাতের আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা।

এমভি আবদুল্লাহর মাস্টার ক্যাপ্টেন মো. আবদুর রশিদের বরাত দিয়ে শনিবার (২০ এপ্রিল) রাতে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রোববার বিকেল চারটা নাগাদ জাহাজটি আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। সব ঠিকঠাক থাকলে পরদিন সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভেড়ানো হবে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাহাজটি আল-হামরিয়া বন্দরে পৌঁছানোর পর দুজন নাবিক বিমানে করে দেশে ফেরবেন। আর বাকি ২১ জন নাবিক ওই জাহাজে করেই দেশে ফিরবেন।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন