পিএনএস ডেস্ক: রাজধানীতে ছুরিকাঘাতে ওলিউল্লাহ রনি (২৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় তার বড় ভাই রফিক মিয়া (৩১) আহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) গভীর রাতে তেজগাঁওয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পরিবারের সঙ্গে ওলিউল্লাহ রনি শিয়া মসজিদের ঢাল এলাকায় নিজেদের বাড়িতে বাস করতেন। রাতে মোরশেদ নামে এক যুবক রনিকে তাদের বাসায় এলোপাতারি ছুরিকাঘাত করে। ছোট ভাইকে বাঁচাতে রফিক এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, রাত সাড়ে ৩টার দিকে তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। মাদক সেবনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। চার জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোরশেদ পালিয়েছে।
এসএস
রাজধানীতে ছুরিকাঘাতে তরুণ নিহত
25-05-2024 05:55PM