পিএনএস ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট থেকে ২০ স্বর্ণের বারসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। ২ কেজি ৩০০ গ্রাম ওজনের এসব বারের বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে যৌথ অভিযানে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের ৯জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ছিল এসব সোনার বার।
মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা ও শুল্ক গোয়েন্দাদের যৌথঅভিযানে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক যাত্রীর বাড়ি রাজশাহীর বোয়ালিয়া বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন।
এসএস
চট্টগ্রাম বিমানবন্দরে ২০ স্বর্ণের বারসহ নারী যাত্রী আটক
26-12-2024 05:39PM