বিটিভিতে ভয়াবহ আগুন, সহায়তা চেয়ে পোস্ট

  18-07-2024 07:58PM

পিএনএস ডেস্ক: রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মূল ভবনে কোটা আন্দোলনকারীদের দেওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, আগুন নেভাতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ সহযোগিতা চাওয়া হয়। পোস্টে বলা হয়, বিটিভিতে ভয়াবহ আগুন লেগেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সহযোগিতা কামনা করছি। ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার পর বিটিভির মূল ভবনে আগুন দেয় আন্দোলনকারীরা। বিটিভির পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিস খবর পেলেও রাস্তায় আন্দোলনকারীদের অবরোধের কারণে সামনে এগোতে পারছেন না।

নাম প্রকাশ না করার শর্তে বিটিভির এক কর্মকর্তা বলেন, বিকাল সোয়া তিনটার দিকে বিটিভির মূল গেটে আগুন দেওয়া হয়েছিল। এখন বিটিভির মূল ভবনে আগুন দেওয়া হয়েছে। আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না।

এদিকে বিটিভির ভবনে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বিটিভিতে আগুন দেওয়ার সংবাদ আমরা পেয়েছি। কিন্তু রাস্তা অবরোধের কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে যেতে পারছে না।

সবশেষ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিটিভি ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে যাচ্ছে। আর ভবনের দিকে আগুন থাকায় ভেতরে আটকে পড়া বিটিভির কর্মীরাও বাইরে বের হওয়ার চেষ্টা করছেন।

এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন