পিএনএস ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাধারণ শিক্ষার্থীরা কেউ মামলায় জড়িয়ে থাকলে, তাদের তথ্য যদি কোটা সংস্কার আন্দোলনকারীরা দেন, তাহলে তা অবশ্যই যাচাই-বাছাই করে দেখবে সরকার।’
মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।
আনিসুল হক বলেন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সব ছাত্রছাত্রীদের নিরাপত্তার পরিবেশ তৈরি করবে সরকার। আন্দোলন চলাকালে সহিংসতায় সাধারণ শিক্ষার্থী যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে।’
তবে নিহতদের পরিবার ক্ষতিপূরণ পাবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এর আগে জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, তখন যারা মারা গিয়েছেন তাদের বিষয়ে ব্যবস্থা নেবেন। আমরা এখনও সেই কথার ওপরই আছি।’
সংবাদ সম্মেলনে কোটা সংস্কার সংক্রান্ত বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপন জারির ঘোষণা দেন আইনমন্ত্রী। উপস্থিত সাংবাদিকদের পুরো প্রজ্ঞাপন পড়ে শোনান আইনমন্ত্রী।
আপিল বিভাগের রায় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আপিল বিভাগের রায় প্রতিপালন করেছে সরকার। আপিল বিভাগের রায়ের একটা দাড়ি-কমা সেমিকোলন পরিবর্তন করার ক্ষমতা নেই সরকারের। তারা যেভাবে দিয়েছেন সেভাবেই আমরা করেছি।’
শিক্ষার্থীরা আবারও আন্দোলনে যেতে পারেন কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মূলত এটি ছিল সংস্কার চেয়ে কোটাবিরোধী আন্দোলন। কোটা সংস্কার করা হয়েছে। এখন তাদের স্ব স্ব জায়গায় ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করা উচিত।
চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কোটার প্রয়োগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘প্রজ্ঞাপনে পরিষ্কার বলা আছে, সব গ্রেডে। তার সঙ্গে আমি যোগ করব, সর্বোচ্চ আদালত ক্যাটাগরি করে দিয়েছে সুনির্দিষ্টভাবে। আপিল বিভাগের রায়ের বাইরে যেতে পারবে না সরকার। এর বাইরে যাওয়ার আমাদের কোনো অভিপ্রায়ও নেই।’
চলমান নিয়োগের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত কী তা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘প্রজ্ঞাপনে স্পষ্ট বলা আছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এখানে জনপ্রশাসন মন্ত্রী আছেন, আমি আশা করি জনপ্রশাসন মন্ত্রণালয় চলতি নিয়োগেও এই আদেশ অনুযায়ী কাজ করবে।
এএ
সাধারণ শিক্ষার্থী কেউ মামলায় জড়ালে দেখবে সরকার: আইনমন্ত্রী
23-07-2024 10:07PM