পিএনএস ডেস্ক: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার একথা বলেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। উল্লেখ্য, গত ৫ই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকে তিনি কোথায় যাবেন তা নিয়ে নানা জল্পনা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র তাকে নিষিদ্ধ করেছে। বৃটেনও ইতিবাচক জবাব দেয়নি। এ অবস্থায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি ফোনে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লেমির সঙ্গে কথা বলেছেন। তাতে বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
পিএনএস/আনোয়ার
ড. ইউনূসকে চীনের অভিনন্দন
09-08-2024 10:55AM