বাজার তদারকিতে টাস্কফোর্স গঠন হচ্ছে: আসিফ

  06-10-2024 08:21PM

পিএনএস ডেস্ক: দিনকে দিন নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে আসা অন্তর্বর্তী সরকার তার দুই মাস পার করলেও এখন পর্যন্ত সম্ভব হয়নি বাজারে বিদ্যমান সিন্ডিকেট ভাঙা। এমন পরিস্থিতিতে বাজার তদারকির লক্ষ্যে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

রোববার (৬ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি।

আসিফ মাহমুদ লিখেন, অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। দ্রুতই মাঠে নামবে টাস্কফোর্স।

এর আগে, পাচার হওয়া টাকা প্রসঙ্গে এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থে সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি পর্যন্ত কিনে রেখেছে পতিত ফ্যাসিস্টরা। পাচার হওয়া অর্থের একটা বড় অংশই ইনভেস্ট হয়েছে সেখানে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন