ট্রাফিক আইন ভাঙায় মামলা ২৫২৭, জরিমানা ৯৩ লাখ

  02-11-2024 04:57PM

পিএনএস ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৫২৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ৯২ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ও শুক্রবার (১ নভেম্বর) এ দু’দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। এছাড়া দু’দিনের অভিযানে ১৬৬টি গাড়ি ডাম্পিং ও ৭১টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন