স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ হাসিনার ছবি!

  05-11-2024 06:03PM

পিএনএস ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে বিষয়টি ‘নিয়মতান্ত্রিক’ বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ২০১৩ সালের ২২ নভেম্বর থেকে ২০১৫ সালের ১৪ জুলাই পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এ কারণে তার ছবি সভা কক্ষে রয়েছে।

সোমবার (০৪ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালের ছবি ‘সাধারণ আলেম সমাজ’ নামের একটি ফেসবুক পেজে দেওয়া পোস্টের পর এমন আলোচনার জন্ম দেয়।

ছবি শেয়ার করে পোস্টের ক্যাপশনে লিখা হয়, ‘তারা হাতে হাত রাখলে, আমরা কাঁধে কাঁধ মেলাব...’। পোস্টকার্ডের শিরোনামে বলা হয়, ‘এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শোভা পাচ্ছে পলাতক স্বৈরাচার হাসিনার ছবি।’

সেখানে মন্তব্যের ঘরে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

ছবিতে দেখা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টার বাম পাশের উপরের দিকের দেয়ালে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, এরপর আসাদুজ্জামান খান কামাল এবং এরপর শেখ হাসিনার ছবি রয়েছে। পরে সারিবদ্ধভাবে অন্য সাবেক মন্ত্রীদের ছবি ও মেয়াদকাল রয়েছে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা (পিআরও) ফয়সল হাসান গণমাধ্যমকে বলেন, এটি নিয়মতান্ত্রিক একটি বিষয়। সভাকক্ষে একপাশে সাবেক মন্ত্রী ও বর্তমান উপদেষ্টার ছবি রয়েছে। অন্যপাশে রয়েছে বর্তমান ও সাবেক সচিবদের ছবি, নাম ও সময়কাল।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন