গণমাধ্যমের ওপর আক্রমণ সহ্য করা হবে না: প্রেস সচিব

  07-11-2024 07:35PM

পিএনএস ডেস্ক: গণমাধ্যমের ওপর কোনো আক্রমণ সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, আমাদের পক্ষ থেকে (অন্তর্বর্তী সরকার) কোনো পত্রিকা বা কোনো টেলিভিশন বা কোনো নিউজ ওয়েবসাইট বন্ধ করা হয়নি। এমনকি কোনো সংবাদের বিষয়ে আমাদের কিংবা গোয়েন্দা সংস্থা থেকে একটা ফোন করা হয়নি যে এই সংবাদটা নামান বা এই সংবাদটা ওঠান। একে টকশোতে নিতে পারবেন না বা একে অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না।

তিনি বলেন, গত ১৫ বছরে এরকম চর্চা ছিল। আমরা যদি মনে করেছি যে কোনো নিউজ ভুল হয়েছে, আমরা নম্রভাবে বলেছি যে এই নিউজটা ভুল, আপনারা একটু দেখেন। আমরা বিনয়ের সঙ্গে বলেছি।

শফিকুল আলম আরও বলেন, অনেক সাংবাদিক জেনেশুনে গুজব ছড়িয়েছেন। আমরা সেগুলো ধরছিই না। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ। গত তিন মাসে কাউকে বলিনি যে এই রিপোর্ট যাবে না কিংবা এটা কেন গেল।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন