কাটাখালি নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

  29-12-2024 01:24AM

পিএনএস ডেস্ক: নিখোঁজের দুদিন পর সিরাজগঞ্জে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের কাটাখালি নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আরিফ হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার কোলগয়লা (পিটিআই) মহল্লার শহিদুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, আরিফ মাদকাসক্ত ছিল। গত ২৬ ডিসেম্বর রাতে সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। শনিবার দুপুরে কাটাখালি নদীতে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, নিহতের মাথায়, কানে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন