ঈশ্বরদীর পলাতক আওয়ামী লীগ নেতা ঢাকায় আটক

  30-12-2024 10:51PM

পিএনএস ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার ফার্মগেট এলাকা থেকে তাকে আটক করে তেজগাঁও থানা পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ফার্মগেট এলাকায় ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে আটক করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে। তারা এসে আটক আবুল কালাম আজাদ মিন্টুকে নিয়ে যাবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ রাজধানীর রাজাবাজার এলাকায় ভাড়া থাকতেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় তাকে আটক করেন লেগুনা স্ট্যান্ডের স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন