সচল হলো উপদেষ্টা আসিফের ফেসবুক আইডি

  02-01-2025 08:20PM

পিএনএস ডেস্ক: ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে তার আইডিটি আগের মতো ভেরিফায়েড (ব্লু টিক) দেখা যায়নি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায়।

জানা গেছে, বুধবার বিকেল থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, অনলাইন অ্যাকটিভিস্ট সাইদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েমসহ অনেকের ফেসবুক আইডি উধাও হয়ে যায়। বৃহস্পতিবার আসিফ মাহমুদের ফেসবুক আইডি ফিরলেও বাকিদের আইডি এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে এই আইডি ছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড একটি ফেসবুক পেজ রয়েছে। সেটি সারাক্ষণ সচল ছিল।

আরও জানা গেছে, হ্যাকার গ্রুপের আক্রমণ থেকে ফেসবুক আইডিগুলো রক্ষার্থে সতর্কতাস্বরূপ তারা আইডিগুলো ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। এরই মধ্যে Crack Platoon-Bangladesh Cyberforce নামে একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে।

পেজে আরও বলা হয়, স্বাধীনতাবিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে সাইদ আব্দুল্লাহর পেজটি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন