বাবুবাজার ব্রিজ এলাকা থেকে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

  31-12-2024 01:10AM

পিএনএস ডেস্ক: রাজধানীর কোতোয়ালি থানার বাবুবাজার ব্রিজ এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আমির হোসেন (২৭) ও তহিদুল ইসলাম মানিক (৪৫)। তাদের হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২৯ ডিসেম্বর) বাবুবাজার ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানা সূত্র জানায়, গোপন সংবাদে বাবুবাজার ব্রিজের নিচে আকরামের চায়ের দোকানের সামনে কতিপয় দুষ্কৃতকারী ছিনতাইয়ের উদ্দেশে সমবেত হয়েছে। পরে অভিযান পরিচালনা করেন কোতোয়ালি থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আমির হোসেন ও তহিদুলকে ইসলামকে গ্রেপ্তার করে থানার টিমটি। গ্রেপ্তারের সময় তাদের দেহ তল্লাশি করে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে কোতোয়ালি থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন। বাবুবাজার এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছিলেন তারা স্বীকার করেন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন