নন্দীগ্রামে ট্রাক চাপায় যুবদল নেতা নিহত

  05-01-2025 02:38AM

পিএনএস ডেস্ক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক চাপায় মেহেদী হাসান প্রকৃতি (৩২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার গোয়ালগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান প্রকৃতি বগুড়া নন্দীগ্রাম পৌর এলাকার পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে। তিনি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন৷

স্থানীয় সূত্রে জানা যায়, যুবদল নেতা মেহেদী হাসান প্রকৃতি হাট কড়ই থেকে মোটরসাইকেল নিয়ে নন্দীগ্রামের দিকে আসছিলেন। এ সময় গোয়ালগাড়ী এলাকায় এসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন৷

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন