গণঅধিকারের ফারুকের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

  05-01-2025 02:01AM

পিএনএস ডেস্ক: কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (৪ জানুয়ারি) এক যৌথ প্রতিবাদ বার্তায় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই নিন্দা জানান।

তারা বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে অংশগ্রহণকারী গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। জুলাই অভ্যুত্থানের পর যখন দেশের জনগণ একটি নতুন ও সুষ্ঠু রাজনৈতিক ধারার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন এমন সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য মারাত্মক হুমকি।

তারা আরও বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন