পিএনএস ডেস্ক: পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ-যুক্তরাজ্য ব্যবসায়িক সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠকে উভয়পক্ষ এ বিষয়ে একমত পোষণ করে।
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের এমপি ড. রূপা হকের নেতৃত্বে যুক্তরাজ্য-বাংলাদেশ ক্যাটালিস্টস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) একটি প্রতিনিধিদল বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জুলাই-আগস্ট বিদ্রোহের সময় ছাত্র ও গণমানুষের আত্মত্যাগ এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সংস্কার তুলে ধরেন।
যুক্তরাজ্যের সঙ্গে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিয়ে উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে চলমান ভুল তথ্য প্রচারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এই ধরনের বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা প্রতিরোধে যুক্তরাজ্যের সংসদে বন্ধুদের সোচ্চার সমর্থনের প্রশংসা করেন।
তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ পুঁজি করে ব্রিটিশ ব্যবসায়িকদের উৎসাহিত করেন।
ড. রূপা হক বাংলাদেশের অপার সম্ভাবনা, বিশেষ করে বিপুল সংখ্যক তরুণ জনসংখ্যার উপস্থিতি তুলে ধরেন। বাংলাদেশের ক্রমাগত অগ্রগতির সঙ্গে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের প্রত্যাশা করেন। তিনি বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ এবং চিংড়ি শিল্পের সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে শ্রম অধিকার ও আইনের উন্নতি কামনা করেন।
ইউকেবিসিসিআই-এর প্রতিনিধিরা যুক্তরাজ্যের নার্সিং, কেয়ারগিভিং, হসপিটালিটি এবং সার্ভিস সেক্টরে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের সুযোগ এবং ভাষা প্রশিক্ষণে দক্ষতা ও উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়া প্রতিনিধিরা যেহেতু বেশিরভাগই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, তারা বিদেশে বাংলাদেশ মিশন থেকে উন্নত সেবা প্রত্যাশা করেন।
পিএনএস/রাশেদুল আলম
বাংলাদেশ-যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে অঙ্গীকার
08-01-2025 10:09PM