পিএনএস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানীর ১৯ খাল পলিথিনে পূর্ণ হয়ে গেছে, যা পরিষ্কার করার মতো ড্রেজার নেই বাংলাদেশে। তাই ব্যক্তি পর্যায়ে ব্যবহার বন্ধ করতে হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, পলিথিনের ব্যবহারিক মূল্য সস্তা মনে হলেও এর পরিবেশগত ক্ষতির মূল্য অনেক বেশি। ক্রেতা হিসেবে পলিথিন ব্যবহার বন্ধ করার চর্চা করলে সফল হওয়া সম্ভব।
তিনি বলেন, ‘পলিথিন মুক্ত প্রতিদিন’—আমাদের এমন মানসিকতা গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, এই ব্যাগের প্রথাগত বিকল্প আছে।
মুনাফার আশায় পলিথিন ব্যাগ কারখানার মালিকরা বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে এতে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে পলিথিন মুক্ত করার আহ্বান জানাচ্ছি।
এ সময় আগামী মাস থেকে রাজধানীর সড়কে হর্ন বন্ধে সচেতনতা অভিযান শুরু হবে বলেও জানান তিনি।
এসএস
পলিথিনে ভরে গেছে রাজধানীর ১৯ খাল: উপদেষ্টা রিজওয়ানা
21-01-2025 08:31PM