সিলেটে বিপুল ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ৩

  22-01-2025 01:31AM

পিএনএস ডেস্ক: সিলেট মহনগরী থেকে সাড়ে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে নগরের দাসপাড়াস্থ মুসলিম স্কুল সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব কসমেটিকস জব্দ হয়।

আটকরা হলেন- মো. কাউছার হোসেন (২৫), মো. জাফর (২৬) ও আসাদুল (৩৬)।

পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে ঢুকেছে চোরাই কসমেটিকস- এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। পরে একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে বিপুল পরিমাণ কসমেটিকস জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইমলাম বলেন, ভ্যান তল্লাশি করে ৪ লাখ ৫২ হাজার ৭৬০ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন