পিএনএস ডেস্ক : চলছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। এরইমধ্যে প্রথম দশক পেরিয়ে দ্বিতীয় দশকে গড়িয়েছে বইমেলার কার্যক্রম। দিন যত যাচ্ছে পাঠকদের ভিড়ও তত বেশি বাড়ছে। সেইসঙ্গে প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই। সে ধারাবাহিকতায় বুধবার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত ১২ দিনে মোট প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৯২২টিতে। বাংলা একাডেমি থেকে এসব তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অমর একুশে বইমেলার ১২তম দিনে মেলা শুরু হয় বিকেল ৩টায়। আজ নতুন বই এসেছে ৮৯টি। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্লোগান : বাঙালি জাতীয়তাবাদের ধারাবাহিকতায় বাকশাল গঠন, বাংলা সাহিত্যের দায় ও ২৪-এর গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্ৰবন্ধ উপস্থাপন করেন হাসান রোবায়েত। আলোচনায় অংশগ্রহণ করেন মঈন জালাল চৌধুরী। সভাপতিত্ব করেন ফরহাদ মজহার।
সভাপতির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, আমাদের দেশে ফ্যাসিবাদী চিন্তাচেতনা গড়ে ওঠার পেছনে যে মাইলফলকগুলো রয়েছে, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ব্যবহৃত স্লোগানগুলোর মধ্যদিয়ে সে মাইলফলকগুলো আমরা অনুধাবন করতে পারি।
আজ লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি ফয়েজ আলম এবং কবি সৈয়দ রনো। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শিরিন জাহান এবং শাকিলা মতিন মৃদুলা।
পিএনএস/এএ
বইমেলার ১২তম দিনে এলো ৮৯টি নতুন বই
12-02-2025 08:57PM
![](/static/image/upload/news/2025/02/12/dc01fd8e3b857f10000c1c2c2adccf7e_2.jpg?w=550&h=350)