পিএনএস ডেস্ক : শুভমান গিলের অসাধারণ সেঞ্চুরি এবং বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার দল। চ্যাম্পিয়নস ট্রফির আগে এটাই দু’দলের শেষ ওয়ানডে সিরিজ। এতে করে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাবে ইংলিশরা।
৩৫৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ৩৪.২ ওভারে মাত্র ২১৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। যদিও দুই ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেট দারুণ শুরু এনে দিয়েছিলেন। স্কোরবোর্ডে ৬০ রান যোগ করার পর দলটির ছন্দপতন ঘটান আর্শদিপ সিং। ২২ বলে ৩৪ রান করা ডাকেটকে ফেরানোর পর নিজের পরের ওভারে ২১ বলে ২৩ রান করা সল্টকেও ফিরিয়ে দেন তিনি।
এরপর টম ব্যান্টন ও জো রুট মিলে ৪৬ রানের জুটি গড়লেও কুলদিপ যাদব সেই জুটি ভেঙে দেন। ৪১ বলে ৩৮ রান করা ব্যান্টন লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।
শেষদিকে গাস অ্যাটকিনসনের ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও দলের পরাজয় এড়াতে পারেননি। ইংল্যান্ডের পক্ষে দুই অঙ্কের রান পেয়েছেন কেবল জো রুট (২৪), হ্যারি ব্রুক (১৯) ও অ্যাটকিনসন। ভারতের পক্ষে আর্শদিপ, হার্শিত রানা, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া দুটি করে উইকেট নেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) আহমেদাবাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রান সংগ্রহ করে ভারত। শুরুতেই রোহিত শর্মা (১) আউট হলেও শুভমান গিল ও বিরাট কোহলি মিলে ১১৬ রানের দুর্দান্ত জুটি গড়েন।
কোহলি ৫০ বলে হাফ সেঞ্চুরি তুলে নিলেও ৫৫ বলে ৫২ রান করে আউট হন। এরপর গিলের সঙ্গে ১০৪ রানের আরেকটি বড় জুটি গড়েন শ্রেয়াস আইয়ার। গিল ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে ১০২ বলে ১১২ রান করেন। শ্রেয়াস আইয়ার ৬৪ বলে ৭৮ রান করেন।
শেষদিকে লোকেশ রাহুল ২৯ বলে ৪০, হার্দিক পান্ডিয়া ৯ বলে ১৭, অক্ষর প্যাটেল ১২ বলে ১৩ ও ওয়াশিংটন সুন্দর ১৪ রান করেন। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ৬৪ রানে চারটি উইকেট নেন।
এই জয়ের ফলে ভারত ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতে নেয়। চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ডের জন্য এটি বড় ধাক্কা, কারণ টুর্নামেন্টের আগে দলটি তাদের সাম্প্রতিক ফর্ম নিয়ে ভাবনায় পড়তে বাধ্য হবে।
পিএনএস/এএ
বড় জয়ে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ভারত
12-02-2025 11:07PM
![](/static/image/upload/news/2025/02/12/a0acb66b7cf23ca8dd9eff9b10e610d9_2.jpg?w=550&h=350)