পিএনএস ডেস্ক : বিশ্ব সরকার সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি রওনা হয়েছেন।
এর আগে ১১-১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণ পাঠান। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা উক্ত সম্মেলন অংশগ্রহণ করার লক্ষ্যে রওনা হয়েছেন।
পিএনএস/এএ
আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
12-02-2025 08:26PM
![](/static/image/upload/news/2025/02/12/b868b6a6d9534e762d3dee4ad0e971b3_2.jpg?w=550&h=350)