পিএনএস ডেস্ক: মেট্রোরেল দিয়ে একদিনে সর্বোচ্চ ৪ লক্ষাধিক মানুষ যাতায়াত করেছেন বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল যাত্রীসেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ডিএমসিএল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ মাইল ফলক অর্জনে সকল যাত্রীকে ধন্যবাদ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি মেট্রোরেলে সর্বাধিক প্রায় ৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করেছে। এর আগে গত ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজারের বেশি যাত্রী পরিবহন করে। বর্তমানে মেট্রোরেলে গড়ে সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করে বলেও জানায় ডিএমটিসিএল।
গত ৪ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, গেল অর্থবছরে মেট্রোর টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২৪৪ কোটি টাকা হয়েছে। মে থেকে শুক্রবারও সারা দিন মেট্রোরেল পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ঢাকা শহরের যানজট কমাতে ও নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল চালু করা হয়। পরে মতিঝিল পর্যন্ত রুট সম্প্রসারিত হয়।
পিএনএস/রাশেদুল আলম
মেট্রোরেলে একদিনে ৪ লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড
15-02-2025 09:11AM
![](/img/no-image.jpg)