পিএনএস ডেস্ক: কিংবদন্তি সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর ‘বাংলার মায়াভরা পথে’ হাঁটবেন না। শোনাবেন না ‘আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই’-এর মতো মন ছুঁয়ে যাওয়া কোনো গানও। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বর্ষীয়ান এই শিল্পীর মৃত্যু হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম জি২৪ ঘণ্টা, দৈনিক খবর প্রতিদিনসহ বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
বিস্তারিত আসছে...
পিএনএস/রাশেদুল আলম
‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন
15-02-2025 01:42PM
![](/static/image/upload/news/2025/02/15/0c08c9d4f1a97b182eb162d3a57d41d6_26.png?w=550&h=350)