শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা

  19-02-2025 09:14PM

পিএনএস ডেস্ক: বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে রওয়ানা দিলে বাধার মুখে পড়েন তারা। পরে শিক্ষকরা মিছিল নিয়ে তোপখানা রোড প্রদক্ষিণ করে পুনরায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। বুধবার দুপুরের মধ্যে কোনো ঘোষণা না এলে শিক্ষকরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেছিলেন গতকাল (মঙ্গলবার)।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা। টানা অষ্টম দিনের মতো বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (প্যাট্রোল) বুলবুল আহমেদ যুগান্তরকে বলেন, শিক্ষকরা যমুনা অভিমুখে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ বুঝিয়ে বলার পর কর্মসূচি থেকে বিরত থাকেন তারা। পরে তারা মিছিল নিয়ে তোপখানা সড়ক হয়ে পল্টন মোড় ঘুরে আবার প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন