সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

  20-02-2025 11:16PM

পিএনএস ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যাত্রী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার চালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার মাগুড়াডাঙ্গা গ্রামের আব্দুল মালেক আকন্দের ছেলে ফারুক হোসেন (৩২) ও একই গ্রামের সানোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ রনি হোসেন (২৩)। আহত হারুন অর রশিদ একই গ্রামের মো. সমেশ প্রামাণিকের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ বলেন, যাত্রী নিয়ে অটোভ্যানটি উল্লাপাড়ার দিকে যাচ্ছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছালে পাবনা থেকে কক্সবাজারগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন