বাগেরহাটে সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

  20-02-2025 11:28PM

পিএনএস ডেস্ক: বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত এক নেতার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মারা যাওয়া শওকত হোসেন (৫০) ধোপাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। 

তার মৃত্যুর খবরে দলের স্থানীয় সমর্থকরা বাগেরহাট-চিতলমারী সড়কের দেপাড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। 

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি দুপুরে দেপাড়া বাজার এলাকায় দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইউনিয়ন বিএনপির এক সভাপতি প্রার্থীসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে সভাপতি প্রার্থী মো. লিয়াকত হোসেনকে বাগেরহাটের জেলা হাসপাতালে এবং তার ভাই শওকত হোসেন ও যুবদল নেতা জুয়েল রানাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শওকতকে ঢাকায় পাঠানো হয়।

লিয়াকত হোসেন বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফজাল হাওলাদারের নেতৃত্বে কাদের, আলমগীর, শিমুল, শ্রমিক লীগ নেতা সুমন, আফজাল হাওলাদার, হেদায়েত, ইস্কান্দারসহ ২৫-৩০ জন আমাদের ওপর হামলা করেন। এতে আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হন। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় শওকতকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ নয় দিন চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।’

কচুয়া উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম তৌহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের বিষয়টি নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে তদন্ত করা হয়েছে। দুই-একদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা আছে। এর মধ্যে আহত ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শওকত হোসেন মারা গেছেন। বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমকে জানানো হয়েছে। তিনি খুলনা থেকে ফিরে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। দলীয় নেতার্কীদের শান্ত থাকতে অনুরোধ করছি আমরা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন