বিমানের এমটি অপারেটর পদে প্রক্সি দিতে গিয়ে আটক ১

  23-02-2025 12:35AM

পিএনএস ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোটর ট্রান্সপোর্ট (এমটি) অপারেটর পদে নিয়োগে লিখিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) কাওলা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তাকে আটক করা হয়। পরে বিমানবন্দর থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে তার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মেহেদী হাসান (২৮)। তিনি ওই কেন্দ্রের পরীক্ষার্থী রিয়াদ উদ্দিন নাহিদের হয়ে পরীক্ষায় অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রের পরিদর্শক হিসেবে দায়িত্বে থাকা বিমানের সহকারী ব্যবস্থাপক কাজী রাজীব হোসেন প্রবেশপত্রের সঙ্গে চেহারার মিল না পাওয়ায় মেহেদী হাসানকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি প্রক্সি দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন