মাহমুদউল্লাহর ইনজুরি এবং মুশফিকের ফর্ম নিয়ে যা বললেন রাজ্জাক

  22-02-2025 09:44PM

পিএনএস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারতে হয়েছিল ৬ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে টাইগাররা। সোমবার রাওয়ালপিন্ডিতে লড়বে নাজমুল হোসেন শান্তরা। তার আগে আজ শনিবার সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক।

ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক করেছিলেন মুশফিকূর রহিম। তাকে নিয়ে অবশ্য চিন্তার কিছু দেখছেন না এই নির্বাচক। বাড়তি ভাবনার প্রশ্নে সাংবাদিকদেরই পাল্টা প্রশ্ন করে নিজের জবাব জানালেন এই নির্বাচক ‘কেন কনসার্ন হবে। ও তো এই একটা ম্যাচ খারাপ করছে, তাতে কি হবে। এটা তো যে কারো হতে পারে। এটা তো হৃদয় হতে পারে, শান্ত হতে পারে, জাকের আলী হতে পারে, এমনকি যে কারো হতে পারে। তো আমার মনে হয় না, একজনের জন্য এটা খুব বেশি চিন্তার বিষয় হয়ে উঠবে না।'

এদিকে মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরি নিয়ে রাজ্জাক বলেন, ‘এটা আসলে ফিজিওদের রিপোর্টের উপরে ডিপেন্ড করবে। আজকেও (শনিবার) ও প্র্যাক্টিস করেছে, যদিও শেষ তিনদিন সে প্র্যাক্টিস করেনি। মোটামুটি সবই করেছে। অবস্থাটা এখনো জানায়নি, ফিজিওরা সম্ভবত জানাবে, আজকে।’

পুরো দলের অবস্থা নিয়ে পরে রাজ্জাক জানিয়েছেন, 'টিমের অবস্থা ভালো। ভালো প্র্যাক্টিস করছে। ভালো ফ্যাসিলিটিজ এখানে, সবরকম সুযোগ সুবিধা পাচ্ছে। আসলে প্রথম ম্যাচে যেটা হয়ে গেছে, সেটা তো টেনে নিয়ে বেড়ানো যাবে না। রেজাল্ট যেটাই হতো, জিতলেও ওখানেই শেষ হয়ে যেত, হারলেও সেটাই। তবে সবমিলিয়ে সব ভালো যাচ্ছে দলের।’

টুর্নামেন্টের নিজের সম্ভাবনা টিকিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু করার সুযোগ নেই বাংলাদেশের জন্য। বিশেষ করে আগের ম্যাচে ভারত জয় পেলে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। তা না ঘটলে, রানরেট আর যদি-কিন্তুর হিসেবের আগেই বাদ পড়বে বাংলাদেশ।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন