ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  03-03-2025 03:20AM

পিএনএস ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং লিমিটেডে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এদের মধ্যে ছিনতাইয়ে সম্পৃক্ততা পাওয়ায় একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার সহকারী ডিউটি অফিসার এএসআই মনিরুল।

তিনি বলেন, ছিনতাইকারীদের সাধারণ জনগণ ধরে ফেলে এবং পরে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদের মধ্যে একজনকে আটক ও সম্পৃক্ততা না পাওয়ায় বাকি দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন