গঙ্গার পানি চুক্তি ইস্যুতে বৈঠকের জন্য কলকাতায় যাচ্ছে প্রতিনিধি দল

  03-03-2025 11:00AM


পিএনএস ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি চুক্তি ইস্যুতে বৈঠকের জন্য সোমবার (৩ মার্চ) কলকাতায় যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। পাঁচ দিনের এ সফরে কলকাতায় পানি চুক্তি সংক্রান্ত আলোচনা ছাড়াও ফারাক্কা বাঁধ পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা। দলটির নেতৃত্বে আছেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন।

সোমবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে কলকাতায় পৌঁছানোর পরই ফারাক্কা বাঁধ পরিদর্শনে যাবে প্রতিনিধি দলটি। এরপর আগামীকাল (৪ মার্চ) ফারাক্কায় জল প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান সরজমিনে খতিয়ে দেখবেন তারা। ৬ ও ৭ মার্চ কলকাতায় একটি পাঁচতারকা হোটেলে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হবে।

ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধি দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা বিধান করতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়েছেন দেশটির পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র কমিশনার আরআর সাম্ভারিয়া।

ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে কার্যকর পানি চুক্তিটি ১৯৯৬ সালে স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির তিরিশ বছরের মেয়াদ আগামী বছর শেষ হবে। চুক্তি সম্পাদনের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। গত বছর পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত সফরে গিয়ে গঙ্গা পানি চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলেন তিনি।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন