কমলনগরে পিকআপ ভ্যানের ধাক্কায় হিত ১

  03-03-2025 05:51PM

পিএনএস ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম মনির হোসেন (৪৫)।

সোমবার (৩ মার্চ) উপজেলার হাজিরহাট এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম।

নিহত মনির রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে। তিনি পেশায় কাঁচা তরকারি ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, সদর উপজেলার পিয়ারপুর বাঁজার থেকে কাঁচা তরকারির মালামাল কিনে পিকআপ ভ্যানযোগে মনির রামগতির দিকে যাচ্ছিলেন। হাজিরহাট এলাকায় পৌঁছালে একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই মনির মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় মৃত্যু নিয়ে আমরা মামলার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু নিহতের পরিবার মামলা করবে না। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে চাচ্ছে। এ জন্য তারা জেলা প্রশাসকের কাছে আবেদন করবে। মরদেহ থানায় রয়েছে।’

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন