রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু

  04-03-2025 02:52AM

পিএনএস ডেস্ক: রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন।

সোমবার (০৩ মার্চ) বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম নূর আলম। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, মহাসড়ক পার হওয়ার সময় সেনাবাহিনীর ওই সদস্যকে প্রথমে একটি গাড়ি ধাক্কা দেয়। পরে তিনি রাস্তায় পড়ে গেলে আরেকটি গাড়ি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করেন। তবে কোন গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন