ছিনতাইকারী সন্দেহে বসুন্ধরায় ২ বিদেশিসহ তিনজনকে মারধর

  05-03-2025 01:50AM

পিএনএস ডেস্ক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনা ঘটেছে। পরে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ তাদের উদ্ধার করেছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, ‘মব’ তৈরি করে মারধরে আহত ইরানের দুই নাগরিক হলেন- মোহাম্মদ আহমদ (৭৪) ও তার নাতি মো. মেহেদী (১৮)। তারা বাংলাদেশে ঘুরতে এসেছেন। আহত অন্যজনের খোঁজ পাওয়া যায়নি। তিনি দুই বিদেশি নাগরিককে তার গাড়িতে নিয়ে এসেছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান।

মাজহারুল ইসলাম বলেন, দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় বিদেশি মুদ্রা বদলে বাংলাদেশি টাকা নিতে একটি প্রতিষ্ঠানে এসেছিলেন ইরানের দুই নাগরিক। ওই সময় সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে তাদের মুদ্রা বিনিময় নিয়ে তর্ক হয়। এর জেরে ইরানের দুই নাগরিককে ছিনতাইকারী বলে ‘মব’ তৈরি করে মারধর করা হয়। পরে ৯৯৯ এ কল পেয়ে সেখানে গিয়ে দেখা যায়, কয়েকশ লোক ঘিরে ধরে বিদেশিসহ তিনজনকে মারধর করছে। ভাঙচুর করা হয়েছে তাদের বহনকারী গাড়ি। পুলিশ যাওয়ার পর লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ আহত দুই বিদেশিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

তিনি আরও বলেন, মারধর করে তাদের ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তবে কেন মব তৈরি করে তাদের মারধর করা হয়েছে তা আমরা এখনো স্পষ্ট না। ভাষাগত সমস্যার কারণে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারছি না। তারা আরবি ভাষা ছাড়া কথা বলতে পারছেন না বলেও জানান তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন