ঠাকুরগাঁও হাসপাতাল থেকে শিশু উধাও!

  11-03-2025 02:39AM

পিএনএস ডেস্ক: ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে দুই মাস বয়সী সায়ান নামে এক শিশু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারের স্বজন ও উত্তেজিত জনতা হাসপাতালের প্রধান ফটকের সামনে আঞ্চলিক সড়ক অবরোধ করে।

ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে শিশুটিকে উদ্ধারের দাবি জানান সবাই। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্বাভাবিক করে দেওয়া হয় সড়ক যোগাযোগ।

পরিবারের সদস্য ও স্বজনরা জানান, শ্বাসকষ্ট নিয়ে জেনারেল হাসপাতালে শিশুটিকে ভর্তি করান জেলা সদরের ভুল্লী মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ও হাসি বেগম দম্পতি। দুদিন চিকিৎসা সেবা দেওয়ার পর আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে চুরি হয় শিশুটি।

এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা চুরি হওয়া শিশুটি উদ্ধারে জরুরি বৈঠকে বসেন।

জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বলেন, হাসপাতাল থেকে এক শিশু চুরি হয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি আমরা। হাসপাতালের সমস্ত সিসিটিভির ফুটেজ দেখে চুরি যাওয়া শিশু উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, চুরি হওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন