নিজেরা প্রতিবাদ না করলে স্যাংশন জাতিকে উদ্ধার করবে না: ফখরুল

  02-02-2023 02:51PM



পিএনএস ডেস্ক: সরকারের অপকর্মের প্রতিবাদ নিজেরা না করলে বাহির থেকে এসে কেউ স্যাংশন দিয়ে জাতিকে উদ্ধার করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই সরকার একটি নতজানু ও ব্যর্থ জাতি তৈরির জন্য পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। তারা আমাদের শেকড়ে টান দিয়েছে। ভবিষ্যত প্রজন্মকে ব্যর্থ করতে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। কেউ কিন্তু কোনো প্রতিবাদ করছে না।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ইউট্যাব আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পাঠ্যবই ভুলে ভরপুর। শিক্ষামন্ত্রী জাতিকে বিকৃত ইতিহাস উপহার দিচ্ছেন। অবিলম্বে বিকৃত পাঠ্যপুস্তক বাতিল করার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সবাইকে জেগে উঠতে হবে। আপনারা শিক্ষকরা যারা জাতির বিবেক তাদের জেগে উঠতে হবে। আমরা শিক্ষা কারিকুলামে বহু ত্রুটি দেখতে পাই। পাঠ্যপুস্তকে কী লিখেছে তার বিস্তারিত আলোচনায় আমি যেতে চাচ্ছি না। পুরোটা বিষয় পড়লে একটা বিষয় বেরিয়ে আসবে যে, তারা আমার পরিচয়টা ভুলিয়ে দিতে চায়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন